মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল

স্মারক নং- বশিবো/পনি/উচ্চমাধ্য/২০২৫/১২৫১                    তারিখ : ২৫ জুন, ২০২৫

প্রাপক :
MD. MAMUN HOSSAIN
EX. Code : 23931022
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাঃ DHANKHALI COLLEGE (102403)
PO: DHANKHALI , Thana : KALAPARA , Zilla : PATUAKHALI

বিষয় : ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষক নিয়োগ।

নির্দেশক্রমে জানাচ্ছি যে, নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে আপনাকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার AGRI. STUDIES-I ( 239 ) বিষয়ের পরীক্ষক নিয়োগ করা হলো।
শর্তাবলি : ১। একজন শিক্ষক কোনোক্রমেই একটির বেশি বিষয়/পত্রের পরীক্ষক/প্রধান পরীক্ষক হিসেবে একাধিক নিয়োগপত্র গ্রহণ করতে বা একাধিক কোড নম্বর ব্যবহার করতে পারবেন না। তথ্য গোপন করে একাধিক নিয়োগপত্র গ্রহণ করলে বা একাধিক কোড নম্বর ব্যবহার করলে তাঁর নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
২। উত্তরপত্র গ্রহণ করবার সময় সংযুক্ত স্বীকৃতিপত্র প্রতিষ্ঠান প্রধানের প্রতিস্বাক্ষরসহ সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
৩। বোর্ড হতে সরবরাহকৃত উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন এবং বান্ডেল করে নির্ধারিত প্রধান পরীক্ষকের ঠিকানায় নির্দেশ অনুযায়ী হাতে হাতে অথবা ডাকযোগে ২০০/- (দুই শত) টাকার বিমাকৃত পার্সেলে পাঠাতে হবে। নির্ধারিত প্রধান পরীক্ষক ছাড়া অন্য কোন প্রধান পরীক্ষকের নিকট উত্তরপত্র জমা দেয়া যাবে না।
৪। বিলের সাথে ডাক খরচের রশিদ দাখিল করলে তা পরিশোধ করা হবে।
৫। আপনার বিরুদ্ধে চাকরি অথবা পরীক্ষা সংক্রান্ত কোনো প্রকার অভিযোগ থাকলে নিয়োগপত্র গ্রহণ না করে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ফেরত পাঠাবেন। উল্লেখ্য এ বিষয়ে কোনো প্রকার অভিযোগে অভিযুক্ত হয়ে সত্য গোপন করে উত্তরপত্র গ্রহণ করলে আপনাকে দোষী বলে গণ্য করা হবে এবং আপনার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ (সংশোধিত ১৯৯২) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬। নিয়োগপত্র পাওয়ার পর যদি আপনার ঠিকানা পরিবর্তন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে হবে। উত্তরপত্র গ্রহণের জন্য পরীক্ষককে অবশ্যই বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কর্মরত শিক্ষক হতে হবে।
৭। পরীক্ষা নিয়ন্ত্রক/প্রধান পরীক্ষক এর সাথে যোগাযোগের সময় আপনার পরীক্ষক কোড, বিষয়/পত্রের নাম এবং বিষয় কোড অবশ্যই উল্লেখ করতে হবে।
৮। বোর্ড হতে উত্তরপত্র গ্রহণ করার পর মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের নিকট পাঠানো পর্যন্ত উত্তরপত্রগুলো অতি যত্নের সাথে নিজ হেফাজতে রাখা এবং পূর্ণ গোপনীয়তা রক্ষা করা আপনার পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
৯। উত্তরপত্র গ্রহণ করার পর অসুস্থতা অথবা অন্য কোনো বিশেষ কারণে মূল্যায়ন করতে না পারলে উত্তরপত্রগুলো সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট যথাযথভাবে বান্ডেল এবং প্যাকেট করে অবিলম্বে ফেরত পাঠাতে হবে এবং বিষয়/পত্র, বিষয় কোড, পরীক্ষক কোড উল্লেখপূর্বক প্রধান পরীক্ষককে লিখিতভাবে জানাতে হবে।
১০। প্রধান পরীক্ষকের নিকট উত্তরপত্র প্রেরণের সময় অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড কৃত পরীক্ষক নিয়োগপত্রের শেষ পাতা অর্থ্যাৎ Examiners Information form for Bill Payment পাতার তথ্য যাচাই করে প্রধান পরীক্ষকের নিকট পাঠাতে হবে।
১১। শিক্ষাবোর্ড ও প্রধান পরীক্ষকের নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
১২। নির্ধারিত তারিখের মধ্যে উত্তরপত্র সংশ্লিষ্ট প্রধান পরীক্ষকের নিকট প্রেরণে ব্যর্থ হলে প্রতিদিনের বিলম্বের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা হারে পারিশ্রমিক বিল হতে কর্তন করা হবে।
১৩। নিয়মিত শিক্ষক ব্যতীত যেমন প্রদর্শক, বিজ্ঞানাগার সহকারী, লাইব্রেরিয়ান ইত্যাদি পদে কর্মরত ব্যক্তিগণ নিয়োগপত্র পেয়ে থাকলে নিয়োগপত্র গ্রহণ না করে বোর্ডে ফেরত পাঠাতে হবে।
১৪। প্রধান পরীক্ষকের রিপোর্টের ভিত্তিতে আপনার পারিশ্রমিক পরিশোধ করা হবে এবং পরবর্তী বছর আপনাকে পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রধান পরীক্ষকের রিপোর্টের উপর গুরুত্ব প্রদান করা হবে।
১৫। উপরিউক্ত শর্তাবলি মেনে নেয়া সাপেক্ষে আগামী 14-08-2025 তারিখ বোর্ড-চত্বরে পরীক্ষকগণের প্রশিক্ষণ সভায় অবশ্যই উপস্থিত থাকতে হবে। প্রশিক্ষণে উপস্থিত না থাকলে উত্তরপত্র প্রদান করা হবে না। ১০.২০ এর পরে উপস্থিতি গ্রহণ করা হবেনা।


প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম (৭০৪৯)
পরীক্ষা নিয়ন্ত্রক
ফোন : ০২৪৭৮৮৩৪৩৭০ (অফিস)
মোবাইল : ০১৭১৫০৯০৪৫২(ব্যক্তিগত)


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল

পরীক্ষকের স্বীকৃতিপত্র
এইচএসসি পরীক্ষা ২০২৫

পরীক্ষা নিয়ন্ত্রক  
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড  
বরিশাল  
   
   
    মোবাইল : 01912225254

মহোদয়,
আপনার ২৫/০৬/২০২৫ তারিখের স্মারক নং- বশিবো/পনি/উমা/২০২৫/১২৫১ নম্বর গোপনীয় পত্র অনুযায়ী আমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার AGRI. STUDIES-I পত্রের ( 239 ) পরীক্ষক হতে সম্মত আছি এবং ঘোষণা করছি যে, আমি অন্য বিষয়/পত্রের পরীক্ষক হওয়ার জন্য আবেদন করিনি।


 

পরীক্ষকের স্বাক্ষর
নামঃ MD. MAMUN HOSSAIN
ইনডেক্স নং : N56866875
EX. Code : 23931022
বিষয়: AGRI. STUDIES-I (239 )
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাঃ DHANKHALI COLLEGE (102403)
PO: DHANKHALI , Thana : KALAPARA , Zilla : PATUAKHALI
BANK AC NO : 4311701037245
BANK NAME : SONALI BANK
BANK BRANCH : KALAPARA .


নমুনা সাক্ষর
(সত্যায়িত)
১|  
২|  
৩|  


প্রত্যয়ন করা যাচ্ছে যে, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয়/চাকুরি/পরীক্ষা সংক্রান্ত কোনো অভিযোগ নেই এবং তিনি এই প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

প্রতিষ্ঠানের সিল

প্রতিষ্ঠান প্রধান/সভাপতির সাক্ষর
সিল


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল

এইচএসসি পরীক্ষা ২০২৫
প্রশিক্ষন ফরম

পরীক্ষকের নাম : MD. MAMUN HOSSAIN পরীক্ষক কোড:23931022
পদবি : LECTURER মোবাইল: 01912225254
প্রতিষ্ঠানের নাম :DHANKHALI COLLEGE (102403)
ডাক: DHANKHALI       উপজেলা : KALAPARA জেলা: PATUAKHALI
বিষয়ের নাম: AGRI. STUDIES-I বিষয় কোড: 239
গৃহীত উত্তরপত্রের সংখ্যা :  
  পরীক্ষকের নাম ও স্বাক্ষর
পরীক্ষা শাখার সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর  
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল

এইচএসসি পরীক্ষা ২০২৫
প্রশিক্ষন ফরম

পরীক্ষকের নাম : MD. MAMUN HOSSAIN পরীক্ষক কোড:23931022
পদবি : LECTURER মোবাইল: 01912225254
প্রতিষ্ঠানের নাম :DHANKHALI COLLEGE (102403)
ডাক: DHANKHALI       উপজেলা : KALAPARA জেলা: PATUAKHALI
বিষয়ের নাম: AGRI. STUDIES-I বিষয় কোড: 239
গৃহীত উত্তরপত্রের সংখ্যা :  
  পরীক্ষকের নাম ও স্বাক্ষর
পরীক্ষা শাখার সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর  
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল

এইচএসসি পরীক্ষা ২০২৫
প্রশিক্ষন ফরম

পরীক্ষকের নাম : MD. MAMUN HOSSAIN পরীক্ষক কোড:23931022
পদবি : LECTURER মোবাইল: 01912225254
প্রতিষ্ঠানের নাম :DHANKHALI COLLEGE (102403)
ডাক: DHANKHALI       উপজেলা : KALAPARA জেলা: PATUAKHALI
বিষয়ের নাম: AGRI. STUDIES-I বিষয় কোড: 239
গৃহীত উত্তরপত্রের সংখ্যা :  
  পরীক্ষকের নাম ও স্বাক্ষর
পরীক্ষা শাখার সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর  

Board of Intermediate & Secondary Education, Barisal

Examiners Information Form For Bill Payment

HSC EXAMINATION - 2023

Sub Code

AGRI. STUDIES-I ( 239 )

Name

MD. MAMUN HOSSAIN

Examiner Code

23931022

Mobile No.

01912225254

Total Script

 

 

Bank Details

Bank Name :

SONALI BANK

Bank Account No. (13Digit) :

4311701037245

Bank Branch :

KALAPARA

Rocket Account (12 Digit) :